আমার আমি
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs0jCkz1Bwrhf3-mLYektOF4AICe0vjVjCTxCtZnCyl1w67ns6xnJzdtZyd-RAqhKjFRa4yTcySWnU6zKe8B_xNFP_F_IL-uiZX0-tajaLUjjYWrl53QnzquCxQ_mYcfVod5h-YYYWxZBx/s1600/IMG_20200418_121149.jpg)
কোনো ইচ্ছে নেই আমার , মৃত্যুঞ্জয়ের বিলাসী হবার। ইচ্ছে নেই কভু রাতভর জেগে সেবা স্বপ্নবিলাসী কাঁথা হবার। আমার কোন ইচ্ছে নেই নীল শাড়ীতে হিমুর রুপা হওয়ার। ইচ্ছে নেই জোছনা হয়ে চাঁদের গাঁয়ে লেপ্টে থাকার। ভুলেও ভাবি না , নিজেকে বদলে অপুর যোগ্য মৃন্ময়ী হয়ে গড়ে তুলবার। কোন ইচ্ছেও করেনা দেবদাসের পার্বতী হয়ে বেঁচে থাকার। চাইনা কেউ কাঠগোলাপ গুজে দিক এলো চুলে কিংবা খোঁপায় গভীর আহ্লাদের ভালোবাসায়। চাইনা আমি গোলাপ হয়ে কেউ সুবাসিত করুক আমার বিবর্ণ আঙ্গিনা। আমি মোটেও চাই না কফি শপ ,রেস্তোরাঁয় পাশাপাশি দুজন খোশ গল্পে মশগুল হয়ে কল্পনার জগত সাজাতে। চাইনা আমি চেনা পথে হারাই আবার এক মুঠো রোদ্দুরের আড়ালে ছাঁয়া ঘেরা কোন সুখের উৎসুকে। চাইনা আমি শিশির জলে নিত্য কেউ আনমনে সাজাক আমার ভুবনটাকে। আর কখনো চাইনা বর্ণহীন সে এসে মিথ্যে আশ্বাসে গোলকধাঁধায়ফেলে নিয়ে যাক অন্য দুনিয়ায়। চাই শুধু কেউ ভুলে যাক আমায় খুব যতন করে, খুব করে চাই কেউ ভুলে থাকুক অন্তহীন অনন্তকাল ধরে, তার বুকের জমিন জুড়ে.......... ভুলে থাকুক তার উদাসী আকাশ জুড়ে। ...