খোলস
পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষধর সাপ এটি, কিন্তু আপনি সাপটির দিকে লক্ষ্য করে দেখুন সাপটি কতো সুন্দর, আর মনে হবে সাপটি আপনাকে দেখে হাসছে, কিন্তু ভিতরে লুকায়িত জীবননাশক বিষ! যার এক ছোবলে মৃত্যু হতে পারে শত শত লোকের! তেমনি আমাদের চারপাশেও রয়েছে এমন অনেক হাস্যউজ্জল সুন্দর চেহারা, যারা আপনার সম্মুখে করবে মিষ্টি হাসির অভিনয়, কিন্তু মনে তার অনিষ্টের প্রত্যয়