Posts

Showing posts from December, 2019

আমার ডায়েরি ।

Image
তিন বছরের শিশুর যুক্তির সামনে হার মনতে বাধ্য হলাম। সাল 2005 ডিসেম্বর মাস------- এক বিকেলে --আমার পরিবার আর বোনের পরিবার একসাথে বেড়াতে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে---- আমার ছেলের বয়স তিন বছর ---- আপুর এক ছেলে ওর বয়স ছয়----' বীচে গিয়ে আমরা বেশ মজা করলাম আর অনেক ছবিও উঠাচ্ছিলাম ।একসময় দুলাভাই আমাদের ছোঠ পরিবারের ছবি উঠাতে চাইলে আমরা প্রস্তুত হচ্ছিলাম কিন্তু আমার তিন বছর বয়সী শান্ত,মিষ্টি,দু ষ্টু,চঞ্চল ছেলেটি আসতে চাইছিলো না-।ও  নিজের দু -হাত দু পাশে মেলে ধরে বীচের ফাঁকা জায়গায় বিমানের অনুকরণে -দৌড়াচ্ছিল। ওর বাবা ওকে ডাকলে আমি বাঁধা দিয়ে বললাম, থাকনা--- ওকে খেলতে দাও ---আমরা আগে ছবি উঠিয়ে নেই-- বিপত্তি টা ঘটলো সেখানেই------ একটা ছবি উঠানোর পর তাকিয়ে দেখি ও নেই-- নেই তো নেই----কোথাও নেই!!!!!!!!! আমরা হন্তদন্ত হয়ে চতুর্দিক খুঁজতে শুরু করলাম- কিন্ত ওকে পাচ্ছিলাম না----' মূহুর্তেই আমি ভয়ে আতঙ্কে আতকে উঠলাম-- ছেলেকে কি হারিয়ে ফেললাম???? দুলাভাই আমার দিকে তাকিয়ে আমাকে কাঁদতে দেখে বললো--- দেখো --ভূল করেও কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা বাচ্চাকে খুঁজে পাচ্ছিনা --তুমাকে শক্ত হতে হবে-কাঁদতে ...

হায়রে ভাগ্য!!

Image
সত্য ঘটনা অবলম্বনে আজও    ভাগ্যের  মা কে দেখা যায় বাড়ির আঙ্গিনায়,অথবা পথের ধাঁরে বসে বুক চাপড়াতে আর চোখের পানি ফেলতে----         ভাগ্যে নাকি কুকুর হয়ে গেছে--------    মুয়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার  মুজাটি  গ্রামে বলাই চাঁদের বসবাস(  2000 )জৌষ্ঠমাস।জমিজমা সম্পদ বলতে কিছুই নাই তার।জনৈক এক মুসলিমের প্রায় পরিত্যাক্ত বাড়িতে মাথাগোঁজার ঠাঁই হিসাবে তাদের বসবাস। বাঁশের   চাটাই,কুলা,চালুন বানিয়ে বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে। সংসারে তার অভাব অনটন লেগেই থাকে।বলাই এর চেহারায় অভাবের ছাপ স্পষ্ট,চক্ষু কোটরাগত,চুয়ালের হাড় বর্ধিত।স্ত্রী রাধা রাণী-পরনে বিবর্ণ ছেড়া শাড়ী,ঠিকমত পেট পুরে খাবার না পাওয়ার সাক্ষী দিচ্ছে তার উঁচু হয়ে থাকা দাঁত আর কঙ্কালসার দেহ।অভাবের নির্মম তাণ্ডব সইতে না পেরে সরকারি বন্ধ্যকরণ নীতি অনুসরন করে নামমাত্র সাহায্য (টাকা ও চাল)পাবার আশায়। তাদের একমাত্র ছেলে ভাগ্য।প্রাণচঞ্চল,দুরন্ত এই ছেলে।দশ বছর বয়সী এই ভাগ্য সবসময় হাসিখুশি আনন্দে মাতিয়ে রাখতো চারদিক।তার মায়াময় হাস্য উজ্জল মুখখানি দেখলে মনে কেমন জানি প্রস্বস্তি অনুভব হয় অনেকটা --গ্রীস্মের দাবদাহে মালবহনকারী ঠেলাওয়াল...