আমার ডায়েরি ।
তিন বছরের শিশুর যুক্তির সামনে হার মনতে বাধ্য হলাম। সাল 2005 ডিসেম্বর মাস------- এক বিকেলে --আমার পরিবার আর বোনের পরিবার একসাথে বেড়াতে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে---- আমার ছেলের বয়স তিন বছর ---- আপুর এক ছেলে ওর বয়স ছয়----' বীচে গিয়ে আমরা বেশ মজা করলাম আর অনেক ছবিও উঠাচ্ছিলাম ।একসময় দুলাভাই আমাদের ছোঠ পরিবারের ছবি উঠাতে চাইলে আমরা প্রস্তুত হচ্ছিলাম কিন্তু আমার তিন বছর বয়সী শান্ত,মিষ্টি,দু ষ্টু,চঞ্চল ছেলেটি আসতে চাইছিলো না-।ও নিজের দু -হাত দু পাশে মেলে ধরে বীচের ফাঁকা জায়গায় বিমানের অনুকরণে -দৌড়াচ্ছিল। ওর বাবা ওকে ডাকলে আমি বাঁধা দিয়ে বললাম, থাকনা--- ওকে খেলতে দাও ---আমরা আগে ছবি উঠিয়ে নেই-- বিপত্তি টা ঘটলো সেখানেই------ একটা ছবি উঠানোর পর তাকিয়ে দেখি ও নেই-- নেই তো নেই----কোথাও নেই!!!!!!!!! আমরা হন্তদন্ত হয়ে চতুর্দিক খুঁজতে শুরু করলাম- কিন্ত ওকে পাচ্ছিলাম না----' মূহুর্তেই আমি ভয়ে আতঙ্কে আতকে উঠলাম-- ছেলেকে কি হারিয়ে ফেললাম???? দুলাভাই আমার দিকে তাকিয়ে আমাকে কাঁদতে দেখে বললো--- দেখো --ভূল করেও কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা বাচ্চাকে খুঁজে পাচ্ছিনা --তুমাকে শক্ত হতে হবে-কাঁদতে ...