আমার ডায়েরি ।
তিন বছরের শিশুর যুক্তির সামনে হার মনতে বাধ্য হলাম।
সাল 2005 ডিসেম্বর মাস-------
এক বিকেলে --আমার পরিবার আর বোনের পরিবার একসাথে বেড়াতে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে----
আমার ছেলের বয়স তিন বছর ----
আপুর এক ছেলে ওর বয়স ছয়----'
বীচে গিয়ে আমরা বেশ মজা করলাম আর অনেক ছবিও উঠাচ্ছিলাম ।একসময় দুলাভাই আমাদের ছোঠ পরিবারের ছবি উঠাতে চাইলে আমরা প্রস্তুত হচ্ছিলাম কিন্তু আমার তিন বছর বয়সী শান্ত,মিষ্টি,দু
থাকনা--- ওকে খেলতে দাও ---আমরা আগে ছবি উঠিয়ে নেই--
বিপত্তি টা ঘটলো সেখানেই------
একটা ছবি উঠানোর পর তাকিয়ে দেখি ও নেই--
নেই তো নেই----কোথাও নেই!!!!!!!!!
আমরা হন্তদন্ত হয়ে চতুর্দিক খুঁজতে শুরু করলাম- কিন্ত ওকে পাচ্ছিলাম না----'
মূহুর্তেই আমি ভয়ে আতঙ্কে আতকে উঠলাম--
ছেলেকে কি হারিয়ে ফেললাম????
দুলাভাই আমার দিকে তাকিয়ে আমাকে কাঁদতে দেখে বললো---
দেখো --ভূল করেও কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা বাচ্চাকে খুঁজে পাচ্ছিনা --তুমাকে শক্ত হতে হবে-কাঁদতে পারবে না। এখানে নানা ধরনের লোকজন আছে ওরা টের পেলে আমরাই বিপদে পড়বো ।
ইনশা আল্লাহ্ আমরা অবশ্যই ওকে খুঁজে পাবো।
আমরা চারজন চারদিকে খুঁজতে শুরু করলাম।আমরা দু-বোন বীচের দু দিকে আর ওর বাবা ব্লকের ওপর একপাশ থেকে অন্যপাশে দৌড়ে যাচ্ছিলো আর নিচের বীচের দিকে দৃষ্টি রাখছিলো।
আর দুলাভাই বাসষ্ট্যান্ড এর চারপাশে।
আরও কষ্টের কথা হলো সে সময় বীচে মোবাইল নেটুওয়ার্ক পাওয়া যেতো না--
যার ফলে আমরা একে অন্যের সাথে যোগাযোগ ও করতে পারছিলাম না।
এদিকে বেলা যতই গড়াতে লাগলো ততই ভীড়ও বাড়তে লাগলো----
অনেক খোজাখুঁজির পর প্রায় ঘণ্টা দুই পর ওকে পাওয়া গেল বীচের শেষ মাথায় ----
ও ওখানে আমাদেরকে না দেখতে পেয়ে চুপ করে দাঁড়িয়ে ছিলো--
ওর বাবা ওকে দেখতে পেয়ে যখন "বাবা" বলে ডাকলো ও তখন কান্না শুরু করলো আর বলতে লাগলো ----"আপনারা কোথায় হারিয়ে গেছেন, আমি খোঁজে পাইনা!!!!!!!!!!"
দৌড়ে গিয়ে ওর বাবা ওকে বুকে জড়িয়ে ধরলো আর আদর করতে লাগলো -----
কিছুক্ষণ পর আমরাও ওদের দেখা পেলাম ।
ওর বাবা ওকে যতই বুঝাতে চাইলো--"বাবা তুমি তো প্রায়ই হারিয়ে গিয়েছিলে" কিন্তু ও বারবার বলতে লাগলো ,"আমিতো হারাইনি ---আপনারা হারিয়ে গিয়েছিলেন --আমি আপনাদের খুঁজে পাইনা----'''--'
শেষ পর্যন্ত আমরা এই শিশুর যুক্তির সামনে মানতে বাধ্য হলাম------
Nice story.
ReplyDeleteNot only story. It's real
DeleteNice
ReplyDelete