Posts

Showing posts from August, 2020

মরীচিকা

Image
  @ফৌজিয়া সুবর্না@ উষ্ণ মরুর ধূসর বুকে, উল্লসিত আজি সুখস্বপ্ন বুননে           স্বপ্নপুরীর স্বর্গসুধা বিরাজ করি সর্বত্র  নয়নে,লোচনে  অবগাহনে।       পিপাসু তব , হৃদয়ের তপ্ত রুধীরে করে রঞ্জিত           কোন সে মরীচিকার পিছু ছুটি ধুলায়ে লুটায়ে , ছিল যত প্রেম বুকে সঞ্চিত।।   নয়নে নয়ন রাখি, বাঁধিতে বাহুডোরে              সাধ জাগি তব, বলি করজোড়ে।। ত্রাহি ত্রাহি করে তব, দিলে ছুট...                ভীতু মন, তুমি ভাগিবারে।। করজোড়ে মিনতি ,প্রাণ ভিক্ষা তব চরণ যুগলে           বিগলিত করিত বৃথা চেষ্টায় নিষ্ফল হৃদ বাচিঁবারে  আশা হারায়ে মৃতবৎ এ ধরণীতলে।। হৃদয়ের পংক্তিমালায় গাঁথা ছিলো যে সুর          আজ তা বিলীন হয়ে হয়েছে ধূসর। ভালোবাসি, ভালোবাসা আজ বুঝি মিছে সবি         হৃদয় স্মৃতিপটে আঁকা বিবর্ণ জল ছবি।।      আজি খরগহস্তে বর্ম ভেদি হৃদয় করে বিদীর্ণ            ওরে পাষন্ড ,নরাধম ধিক শত ধিক তরে   হবি তুই একদিন জানি চূর্ণ। ____________

ঘোর থেকে বের হও

Image
@ফৌজিয়া সুবর্না@ জাগো নারী জাতি, এই জীবনে জামাই ছাড়াও বহুত কিছু দেখবার জানবার আছে ۔۔ খোলস থেকে বের হও ۔۔۔নিজের অস্তিত্ব খুঁজে নাও ۔۔۔জামাই জামাইর জায়গায় থাকবে ভালোবাসা ভালোবাসার জায়গায় ۔۔۔ নিজ্বস্যতায় কোন আপোষ হবে না ۔۔ শুধু একজনের জন্যে জীবন শেষ এই ধারণার জন্যে আয়ু কমে, আত্মহত্যা করে অথবা চরম মানসিক কষ্টে জীবন অতিবাহিত করে বেশিরভাগ নারীরা ۔۔এছাড়া একজন ডিভোর্সড সিঙ্গেল বা পারিবারিক নির্যাতিত মেয়েকে শুনতে হয় সে সংসার করার মন্ত্র বা কারিশমাই জানে না۔۔ পুরুষকে সন্তুষ্ট করার সব মন্ত্র মুখস্থ করার দায়িত্ব নারীর একার নয়! মাঝে মধ্যে পুরুষকেও নারীর মন জয় করার মন্ত্র শেখার পরিবেশ তৈরী করতে হবে! কোন পুরুষের বা হাসব্যান্ড এর দেয়া character certificate অর্জন এর বৃথা চেষ্টা করো না ۔۔কিছু না পেলে এরা মেয়েদের কোনঠাসা করতে ধর্মের দোহাই দেয় অথচ নিজেরাই ধর্ম মানে না ঠিকমতো۔۔ ۔۔ এদের মধ্যে অনেকেই আবার বেগানা বেপর্দা মেয়েদের fb তে frnd req পাঠায় আবার মাঝে মাঝে ইনবক্স এ তাদের নোংরা চরিত্রও বুঝায়۔۔ পাত্তা না দিলে নারীদের পোস্টের কমেন্টে আবার ধর্মীয় বেখ্যা দিয়ে বা আজে বাজে কথা বলে মনের জ্বালা মিটায় ! অ...
Image
।।।।।।।।।। বিয়ে নিয়ে ভাবনা।।।।।।।।।।             #ফৌজিয়া সুবর্না#                                                                                   ((((  লাভ মেরেজ মানে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কে বিয়ে করা আর এরেন্জ্ঞ মেরেজ মানে অন্যের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কে বিয়ে করা।।))))) বিয়ে হলো একজন মানুষের দৈহিক,মানসিক, বংশধারা ও আত্মিক প্রয়োজন পূরনের একটি সমাজ ও ধর্মসিদ্ধ পক্রিয়া। বিয়েটা শুধু জৈবিক চাহিদা পূরন, শুধু হানিমুন, রেস্টুরেন্ট বা রোমান্টিকতা নয় বরং বিয়ে হচ্ছে একটি দায়িত্ব। এ দায়িত্ব পালনের উপযুক্ত মনে করলেই কেবল একটি ছেলে বা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিৎ।  আর বিয়ে সবসময় সম-সামাজিক,সম- সাংস্কৃতিক, সম- আর্থিক এবং সম-ধর্মীয় পরিমন্ডলে হওয়া উচিৎ। কারন বিয়েটা শুধু একটি নারী এবং পুরুষের নয়,দুই পরিবারের। খালাতো, মামাতো ,চাচাতো, ফুফাতো সম্পর্কীয় বিয়ে করা মানে ,  নিজের পায়ে নিজে কুঁড়াল মারা ।  আত্মীয়ের মাঝে আত্মীয়তা করাটাই ঠিক নয় । তাতে হিতের বিপরীত হয়। স্বামী- স্ত্রী'র  বয়সের ব্যবধান অবশ্যই ৫/৭ বছরের উর্ধ্বে হওয়া উচিত নয় ।এর বেশি হলে জেনারেশন গ্যাপ বলে এক...