Posts

Showing posts from November, 2020

প্রাণের আকুতি

Image
কোন এক শীতের ভোরে কুয়াশা ভেজা ঘাসের উপর দুজন খালি পায়ে হাঁটবো পাশাপাশি। কোন এক হেমন্তের বিকেলে কাশবনের মাঝ দিয়ে হেঁটে যাবো দুজন পাশাপাশি।। আমার হাতে থাকবে কাশফুল আর এক হাত তুমি ধরে রাখবে গভীর ভালোবাসায় ।। আমরা দুজন হেসে খেলে হেঁটে যাবো ।। যেখানে আকাশ আর নদী এক হয়ে মিশে গেছে সেই দূর-নীলিমায়  শুধু তোমাকে অনুভব করার মত একটু হৃদয় নিংড়ানো ভালোবাসা দিও!    হৃদয় রক্তক্ষরনে সিক্ত এক মুঠো খাঁটি, ভালোবাসা প্রতিদিন দিও! একটি শুভ্র বকুলফুলের মালার প্রতি যতটুকু ভালোবাসা, ঐ এক টুকরা শুভ্র ভালোবাসায় আমাকে তুমি দিও! তোমায় শূন্যতায় তীব্র অভিমান জমে কান্না আসার মত, এক ফোঁটা ভালোবাসা দিও! চোখ বন্ধ করলেই তোমাকে শিরা উপশিরায় উপলব্দি করার মত, এক বিন্দু ভালোবাসা দিও! সমস্ত হৃদয় উজার করে, নিখুঁদ একটা ভালোবাসার জগৎ দিও! বলেছি বলেই দিতে হবে এমন নয়! এ আমার প্রাণের আকুতি  । তাই বার বার বলতে ইচ্ছে হয়।। আমার অতৃপ্ত আত্মা সেই ভালোবাসার খোঁজে।। হয়তো একদিন নির্লিপ্ততায় বিলীয়মান হয়ে যাবে।। তখন প্রাণের আকুতি ও আর থাকবে না 😔 @ফৌজিয়া সুবর্না@  _____________

স্বপ্ন

Image
আমি নিয়মে বাঁধা কোনো জীবন সঙ্গী চাইনা যে রোজ সকালে নিয়ম করে শুভ সকাল কিংবা ঘুমোনোর আগে শুভ রাত্রি বোল আওড়াবে যা শুধু মাত্র এক প্রাণহীন রোবটিক লাইফের বহিঃপ্রকাশ ঘটায়। আমি এমন একটা মানুষ চাই। যে আমাকে আমার মতো করে বুঝবে, আমার মন খারাপের কারণ খুঁজবে। যার মাঝে আন্তরিকতা,সহানুভূতি,সমবেদনা, সহমর্মিতা ,সম্প্রিতি, সৌহার্দ্য, ভালোবাসা সবই থাকবে। পুরোপুরিভাবে অকৃত্রিম ভালোবাসা যাকে বলে। তিন শব্দের মাঝে সীমাবদ্ধ ভালবাসা আমার চাইনা। যেখানে ভালবাসার নাম করে হৃদয় ভাঙা হয়। যেখানে বন্ধুত্বের নামে ছলনা করা হয় , ধোঁকা দেওয়া হয়। আমি শুধু চাই সকল কৃত্তিমত্তা বর্জিত এক সত্যিকারের ভালোবাসার সম্পর্ক।যেখানে বুক ভরা সুখের নিঃশ্বাস থাকবে। ভালোবাসায় বিশ্বাস থাকবে। আমি শুধু চাই কেউ একজন আমাকে খুব যত্ন করে তার বুকের মাঝে আগলে রাখুক। তারঁ চাহনিতে ভরসা,বিশ্বাস আর ভালোবাসার তৃপ্ততা থাকুক ।ছায়ার মতো পাশে থাকুক। আমি বিশস্ত মানুষ চাই। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। যার কাছে নির্দ্বিধায় জমা রাখা যায় মনের সমস্ত না বলা কথা। যার হাতে হাত রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করেই কাটিয়ে দেওয়া যায় সমস্ত জীবন। দামী দামী উ...