প্রাণের আকুতি

কোন এক শীতের ভোরে কুয়াশা ভেজা ঘাসের উপর দুজন খালি পায়ে হাঁটবো পাশাপাশি।

কোন এক হেমন্তের বিকেলে কাশবনের মাঝ দিয়ে হেঁটে যাবো দুজন পাশাপাশি।।

আমার হাতে থাকবে কাশফুল আর এক হাত তুমি ধরে রাখবে গভীর ভালোবাসায় ।।

আমরা দুজন হেসে খেলে হেঁটে যাবো ।।
যেখানে আকাশ আর নদী এক হয়ে মিশে গেছে সেই দূর-নীলিমায়

 শুধু তোমাকে অনুভব করার মত একটু হৃদয় নিংড়ানো
ভালোবাসা দিও!
  
হৃদয় রক্তক্ষরনে সিক্ত এক মুঠো খাঁটি,
ভালোবাসা প্রতিদিন দিও!

একটি শুভ্র বকুলফুলের মালার প্রতি যতটুকু ভালোবাসা,

ঐ এক টুকরা শুভ্র ভালোবাসায় আমাকে তুমি দিও!

তোমায় শূন্যতায় তীব্র অভিমান জমে কান্না আসার মত,
এক ফোঁটা ভালোবাসা দিও!

চোখ বন্ধ করলেই তোমাকে শিরা উপশিরায় উপলব্দি করার মত,
এক বিন্দু ভালোবাসা দিও!

সমস্ত হৃদয় উজার করে,
নিখুঁদ একটা ভালোবাসার জগৎ দিও!

বলেছি বলেই দিতে হবে এমন নয়!

এ আমার প্রাণের আকুতি  ।

তাই বার বার বলতে ইচ্ছে হয়।।
আমার অতৃপ্ত আত্মা সেই ভালোবাসার খোঁজে।।

হয়তো একদিন নির্লিপ্ততায় বিলীয়মান হয়ে যাবে।।

তখন প্রাণের আকুতি ও আর থাকবে না 😔


@ফৌজিয়া সুবর্না@ 

_____________

Comments

Popular posts from this blog

ইচ্ছে নেই