Posts

Showing posts from August, 2021

অনুশোচনা

Image
পার্ট ১ একদিন দুই বন্ধু স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কথা বলছিলো কথাগুলো ছিলো এমন.... ১ম বন্ধু: স্যার আজ ক্লাশের সবার সামনে যে অপমানটাই না করলো আমায় !! আমি তো এর বদলা নিয়েই ছাড়বো।। ২য় বন্ধু: কি বলিস!!!! ১ম বন্ধু : হে,এর শোধ না তুলা পর্যন্ত আমার শান্তি হবে না। তোকেও থাকতে হবে কিন্তু আমার সাথে। ২য় বন্ধু: কিছুটা ইতস্তত করে বলল ,আমি!!! আমি পারবোনা ,পরে জানতে পারলে আর রক্ষা নাই!!! ১ম বন্ধু:আরে... কেউ জানবেনা । ২য় বন্ধু: কিছুটা চাপা গলায় বলে ,কি করতে চাস!!! ১ম বন্ধু :বনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে স্যার বাড়ি যাওয়ার সময় ওই রাস্তা দিয়েই যাবে ওই রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বিকল্প পথ হিসেবে জঙ্গলের ভেতর দিয়ে ছোট রাস্তাটা ধরে যাবে আর ওই রাস্তার পাশে একটা বেশ বড় গর্ত আছে আমরা যদি গর্তের মুখটা শুকনো পাতা দিয়ে ঢেকে দেই তবে আর বুঝতে পারবে না যে ওখানে গর্ত ছিলো।আর একবার যদি ওই গর্তে পড়ে তবে কারো সাহায্য ছাড়া আর উঠতেই পারবে না। বনের ওই পথে খুব একটা মানুষ চলাচল করে না। যেই বলা সেই কাজ। দু'জনে দুটি বাঁশ যোগার করে মূল রাস্তার দু'পাশের দুই গাছের সাথে উপর-নিচ  করে এমন ...