দুপেয়ো দৈত্য (মানুষ)যখন চারপেয়ো হয় তখন সংসারে সুপ্ত আগ্নেয়গিরির সৃষ্টি হয় যা ধীরে ধীরে জ্বালামুখ সৃষ্টি করে ও অগ্ন্যুৎপাত ঘটায় এবং সংসারে বিপর্যয় ডেকে আনে।।।
@ফৌজিয়া সুবর্না@ জাগো নারী জাতি, এই জীবনে জামাই ছাড়াও বহুত কিছু দেখবার জানবার আছে ۔۔ খোলস থেকে বের হও ۔۔۔নিজের অস্তিত্ব খুঁজে নাও ۔۔۔জামাই জামাইর জায়গায় থাকবে ভালোবাসা ভালোবাসার জায়গায় ۔۔۔ নিজ্বস্যতায় কোন আপোষ হবে না ۔۔ শুধু একজনের জন্যে জীবন শেষ এই ধারণার জন্যে আয়ু কমে, আত্মহত্যা করে অথবা চরম মানসিক কষ্টে জীবন অতিবাহিত করে বেশিরভাগ নারীরা ۔۔এছাড়া একজন ডিভোর্সড সিঙ্গেল বা পারিবারিক নির্যাতিত মেয়েকে শুনতে হয় সে সংসার করার মন্ত্র বা কারিশমাই জানে না۔۔ পুরুষকে সন্তুষ্ট করার সব মন্ত্র মুখস্থ করার দায়িত্ব নারীর একার নয়! মাঝে মধ্যে পুরুষকেও নারীর মন জয় করার মন্ত্র শেখার পরিবেশ তৈরী করতে হবে! কোন পুরুষের বা হাসব্যান্ড এর দেয়া character certificate অর্জন এর বৃথা চেষ্টা করো না ۔۔কিছু না পেলে এরা মেয়েদের কোনঠাসা করতে ধর্মের দোহাই দেয় অথচ নিজেরাই ধর্ম মানে না ঠিকমতো۔۔ ۔۔ এদের মধ্যে অনেকেই আবার বেগানা বেপর্দা মেয়েদের fb তে frnd req পাঠায় আবার মাঝে মাঝে ইনবক্স এ তাদের নোংরা চরিত্রও বুঝায়۔۔ পাত্তা না দিলে নারীদের পোস্টের কমেন্টে আবার ধর্মীয় বেখ্যা দিয়ে বা আজে বাজে কথা বলে মনের জ্বালা মিটায় ! অন্যদি...
কোনো ইচ্ছে নেই আমার , মৃত্যুঞ্জয়ের বিলাসী হবার। ইচ্ছে নেই কভু রাতভর জেগে সেবা স্বপ্নবিলাসী কাঁথা হবার। আমার কোন ইচ্ছে নেই নীল শাড়ীতে হিমুর রুপা হওয়ার। ইচ্ছে নেই জোছনা হয়ে চাঁদের গাঁয়ে লেপ্টে থাকার। ভুলেও ভাবি না , নিজেকে বদলে অপুর যোগ্য মৃন্ময়ী হয়ে গড়ে তুলবার। কোন ইচ্ছেও করেনা দেবদাসের পার্বতী হয়ে বেঁচে থাকার। চাইনা কেউ কাঠগোলাপ গুজে দিক এলো চুলে কিংবা খোঁপায় গভীর আহ্লাদের ভালোবাসায়। চাইনা আমি গোলাপ হয়ে কেউ সুবাসিত করুক আমার বিবর্ণ আঙ্গিনা। আমি মোটেও চাই না কফি শপ ,রেস্তোরাঁয় পাশাপাশি দুজন খোশ গল্পে মশগুল হয়ে কল্পনার জগত সাজাতে। চাইনা আমি চেনা পথে হারাই আবার এক মুঠো রোদ্দুরের আড়ালে ছাঁয়া ঘেরা কোন সুখের উৎসুকে। চাইনা আমি শিশির জলে নিত্য কেউ আনমনে সাজাক আমার ভুবনটাকে। আর কখনো চাইনা বর্ণহীন সে এসে মিথ্যে আশ্বাসে গোলকধাঁধায়ফেলে নিয়ে যাক অন্য দুনিয়ায়। চাই শুধু কেউ ভুলে যাক আমায় খুব যতন করে, খুব করে চাই কেউ ভুলে থাকুক অন্তহীন অনন্তকাল ধরে, তার বুকের জমিন জুড়ে.......... ভুলে থাকুক তার উদাসী আকাশ জুড়ে।
Comments
Post a Comment