আমি নিয়মে বাঁধা কোনো জীবন সঙ্গী চাইনা যে রোজ সকালে নিয়ম করে শুভ সকাল কিংবা ঘুমোনোর আগে শুভ রাত্রি বোল আওড়াবে যা শুধু মাত্র এক প্রাণহীন রোবটিক লাইফের বহিঃপ্রকাশ ঘটায়।
আমি এমন একটা মানুষ চাই। যে আমাকে আমার মতো করে বুঝবে, আমার মন খারাপের কারণ খুঁজবে। যার মাঝে আন্তরিকতা,সহানুভূতি,সমবেদনা, সহমর্মিতা ,সম্প্রিতি, সৌহার্দ্য, ভালোবাসা সবই থাকবে।
পুরোপুরিভাবে অকৃত্রিম ভালোবাসা যাকে বলে।
তিন শব্দের মাঝে সীমাবদ্ধ ভালবাসা আমার চাইনা। যেখানে ভালবাসার নাম করে হৃদয় ভাঙা হয়। যেখানে বন্ধুত্বের নামে ছলনা করা হয় , ধোঁকা দেওয়া হয়।
আমি শুধু চাই সকল কৃত্তিমত্তা বর্জিত এক সত্যিকারের ভালোবাসার সম্পর্ক।যেখানে বুক ভরা সুখের নিঃশ্বাস থাকবে। ভালোবাসায় বিশ্বাস থাকবে।
আমি শুধু চাই কেউ একজন আমাকে খুব যত্ন করে তার বুকের মাঝে আগলে রাখুক। তারঁ চাহনিতে ভরসা,বিশ্বাস আর ভালোবাসার তৃপ্ততা থাকুক ।ছায়ার মতো পাশে থাকুক।
আমি বিশস্ত মানুষ চাই। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। যার কাছে নির্দ্বিধায় জমা রাখা যায় মনের সমস্ত না বলা কথা। যার হাতে হাত রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করেই কাটিয়ে দেওয়া যায় সমস্ত জীবন।
দামী দামী উপহার দেওয়ার মতো কাউকে আমার চাইনা। আমি এমন কউকে চাই না যার কাছে ভালবাসাটা টাকার অংকে পরিমাপ করা হয়। বরং এমন কাউকেই চাই যে ভালোবাসাকে মূল্যায়ন করবে ভালোবাসা দিয়েই শুধু মাত্র ভালোবাসা দিয়েই
দামী রেস্টুরেন্ট,কফিশপ, বুকি ,দামী দামী গয়না-শাড়ী এসব কোনটাই আমার চাই না ।
আমি চাই কেউ একজন ভালবেসে বলুক চলো বেড়াতে যাই নদীর পাড় বা লেকের ধারে বা হারিয়ে যাই কোন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আর বাহারি রঙের ঘাস ফুলের তোড়া ও খোঁপায় পড়ার জন্য ফুল এনে পড়িয়ে দিয়ে বলবে, ভালবাসি.......... ভালোবাসি তোমায়।
@ফৌজিয়া আফরোজ
Comments
Post a Comment