@ফৌজিয়া সুবর্না@

উষ্ণ মরুর ধূসর বুকে, উল্লসিত আজি সুখস্বপ্ন বুননে
          স্বপ্নপুরীর স্বর্গসুধা বিরাজ করি সর্বত্র
 নয়নে,লোচনে  অবগাহনে।
     
পিপাসু তব , হৃদয়ের তপ্ত রুধীরে করে রঞ্জিত
          কোন সে মরীচিকার পিছু ছুটি
ধুলায়ে লুটায়ে , ছিল যত প্রেম বুকে সঞ্চিত।। 

 নয়নে নয়ন রাখি, বাঁধিতে বাহুডোরে
             সাধ জাগি তব, বলি করজোড়ে।।
ত্রাহি ত্রাহি করে তব, দিলে ছুট... 
              ভীতু মন, তুমি ভাগিবারে।।

করজোড়ে মিনতি ,প্রাণ ভিক্ষা তব চরণ যুগলে
          বিগলিত করিত বৃথা চেষ্টায় নিষ্ফল হৃদ
বাচিঁবারে  আশা হারায়ে মৃতবৎ এ ধরণীতলে।।

হৃদয়ের পংক্তিমালায় গাঁথা ছিলো যে সুর
         আজ তা বিলীন হয়ে হয়েছে ধূসর।
ভালোবাসি, ভালোবাসা আজ বুঝি মিছে সবি
        হৃদয় স্মৃতিপটে আঁকা বিবর্ণ জল ছবি।।

     আজি খরগহস্তে বর্ম ভেদি হৃদয় করে বিদীর্ণ
           ওরে পাষন্ড ,নরাধম ধিক শত ধিক তরে
  হবি তুই একদিন জানি চূর্ণ।



____________

Comments

Popular posts from this blog

ইচ্ছে নেই