Posts

খোলস

পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষধর সাপ এটি, কিন্তু আপনি সাপটির দিকে লক্ষ্য করে দেখুন সাপটি কতো সুন্দর, আর মনে হবে সাপটি আপনাকে দেখে হাসছে, কিন্তু ভিতরে লুকায়িত জীবননাশক বিষ! যার এক ছোবলে মৃত্যু হতে পারে শত শত লোকের! তেমনি আমাদের চারপাশেও রয়েছে এমন অনেক হাস্যউজ্জল সুন্দর চেহারা, যারা আপনার সম্মুখে করবে মিষ্টি হাসির অভিনয়, কিন্তু মনে তার অনিষ্টের প্রত্যয়
পিতৃহারা হয়ে তবু যত ঘাত -প্রতিঘাত                   লহ দুঃখ-জরা সকলি লভিবারে।। নেই কুন্ঠা ,নেই বিষ্বাদ  আজি মনে                       আশা তব সবি ঘুচিবারে ।। #অনন্য সুন্দর তব থেকো মোর পাশে আমৃত্যু                    #সায়াহ্নে'র নিথর অম্বরে।। বিঃদ্রঃ পংক্তিমালায় দুই ছেলের নাম ও আছে।।

অনুশোচনা

Image
পার্ট ১ একদিন দুই বন্ধু স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কথা বলছিলো কথাগুলো ছিলো এমন.... ১ম বন্ধু: স্যার আজ ক্লাশের সবার সামনে যে অপমানটাই না করলো আমায় !! আমি তো এর বদলা নিয়েই ছাড়বো।। ২য় বন্ধু: কি বলিস!!!! ১ম বন্ধু : হে,এর শোধ না তুলা পর্যন্ত আমার শান্তি হবে না। তোকেও থাকতে হবে কিন্তু আমার সাথে। ২য় বন্ধু: কিছুটা ইতস্তত করে বলল ,আমি!!! আমি পারবোনা ,পরে জানতে পারলে আর রক্ষা নাই!!! ১ম বন্ধু:আরে... কেউ জানবেনা । ২য় বন্ধু: কিছুটা চাপা গলায় বলে ,কি করতে চাস!!! ১ম বন্ধু :বনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে স্যার বাড়ি যাওয়ার সময় ওই রাস্তা দিয়েই যাবে ওই রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বিকল্প পথ হিসেবে জঙ্গলের ভেতর দিয়ে ছোট রাস্তাটা ধরে যাবে আর ওই রাস্তার পাশে একটা বেশ বড় গর্ত আছে আমরা যদি গর্তের মুখটা শুকনো পাতা দিয়ে ঢেকে দেই তবে আর বুঝতে পারবে না যে ওখানে গর্ত ছিলো।আর একবার যদি ওই গর্তে পড়ে তবে কারো সাহায্য ছাড়া আর উঠতেই পারবে না। বনের ওই পথে খুব একটা মানুষ চলাচল করে না। যেই বলা সেই কাজ। দু'জনে দুটি বাঁশ যোগার করে মূল রাস্তার দু'পাশের দুই গাছের সাথে উপর-নিচ  করে এমন ...

বাস্তব

Image
সবার উদ্দেশ্যে দুটি কথা কিছু মানুষ আছে যারা অন্যায় কারীর চেয়ে যারা বছরের পর বছর ধরে হয়ে আসা অন্যায় সইতে না পেরে মুখ খুলে তাদের উপর তেড়ে আসে এটা বুঝাতে যে মুল অপরাধী সে কেননা সে মুখ খুলেছে। (তেলের মাথায় ঢালো তেল রুক্ষ মাথায় ভাঙ্গো বেল) আর কেউ কেউ আসে ধিক্কার জানাতে ... ছিঃ ছিঃ ওরা অন্যকে বলেছে (তোষামোদে ) বিষয়টি অনেকটা এমন যে সহ্য সীমা পার হলে মরে যাওয়াও ঠিক আছে সেখানে প্রতিবাদ তো দুরের কথা মুখ খোলাও অন্যায় ( জোর যার মূল্লুক তার) কিছু আছে যারা অবিবেচক এর মতো যারা অর্ধেক কথা শুনে যাচাই না করেই তোলপাড় বাধায় (কান নিয়েছে চিলে) কেউ কেউ আবার না বলা কথাও কল্পনায় সাজিয়ে অন্যকে শাশায় ।( চোর এর মনে পুলিশ পুলিশ) যাকে নিয়ে এত গুজব সে হয়তো এসবের মাঝেই নেই (শীল পাটায় ঘষাঘষি করে মরিচের বারোটা বাজে) সম্পর্ক টিকিয়ে রাখা কোন একজনের দায়িত্ব নয়। বিবেক,শ্রদ্ধাবোধ, দায়িত্ব, আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস সকলের জন্যে প্রযোজ্য (যেমনি লেবু বেশী কচলালে তেতো হয়ে যায় তেমনি দড়ি বেশি টানলে ছিঁড়ে ও যায়)

চলো এবার বদলাই

Image
ঈদ বোনাস আর বেতন পেয়েই   গেলাম মোবাইল ফোন এর দোকানে দোকানদার কে বললাম ,ভাইয়া ভালো দেখে কিছু মোবাইল দেখান তো । দোকানদার নামিদামি ব্র্যান্ডের নতুন মডেল এর কিছু মোবাইল বের করলেন আর এক এক করে বলতে লাগলেন , এইটা খুব ভালো মোবাইল সার্ভিস ভালো দিবে  আমি বললাম শাশুড়ি মাকে দিবো এই কালার টা ঠিক ভালো হবে কি না আর অমনি লোকটি মুচকি হেসে বলল সরি ম্যাম ।আগে বলবেন তো!! বলেই মোবাইল গুলো সরিয়ে নিয়ে কিছু বাটন ফোন বের করলেন ।ম্যাম আপনি এটা নেন লাউড সাউন্ড , কালার  ও সাদা  আর দামেও কম। বয়স্কদের জন্য একদম পারফেক্ট । আমি একটু থামিয়ে দিয়ে বললাম ,না ভাইয়া  আপনি ভুল করছেন আমার ওই দামী মোবাইল ই চাই লোকটি বিভ্রান্তি র হাসি হেসে বলল আসলে ম্যাম সবাই তো বয়স্কদের জন্য এসব ই নেয় ।তাই ওকে ঠিক আছে আপনি যেহেতু চাইছেন আমি আপনার পছন্দ মত স্মার্টফোন ই দিচ্ছি  এই বলে সে নামিদামি ব্র্যান্ডের নিউ মডেলের স্মার্টফোন বের করলো  আমি একটু দেখেশুনে প্রাইস কতো বলে পেইড করে মোবাইল বক্স এর ব্যাগটা নিয়ে চলে এলাম । আজ আমার খুব খুশি লাগছে । অনেক দিন ধরে ই চাইছিলাম মাকে একটা স্মার্টফোন গিফট করবো হয়েই উঠছিলো না। বাড়িতে এসে মার হ...

ইচ্ছে নেই

Image
কোনো ইচ্ছে নেই আমার , মৃত্যুঞ্জয়ের বিলাসী হবার। ইচ্ছে নেই কভু রাতভর জেগে       সেবা স্বপ্নবিলাসী কাঁথা হবার।               আমার কোন ইচ্ছে নেই  নীল শাড়ীতে হিমুর রুপা হওয়ার। ইচ্ছে নেই জোছনা হয়ে চাঁদের গাঁয়ে লেপ্টে থাকার। ভুলেও ভাবি না , নিজেকে বদলে         অপুর যোগ্য মৃন্ময়ী হয়ে গড়ে তুলবার।   কোন ইচ্ছেও করেনা          দেবদাসের পার্বতী হয়ে বেঁচে থাকার।             চাইনা কেউ কাঠগোলাপ গুজে দিক এলো চুলে কিংবা খোঁপায় গভীর আহ্লাদের ভালোবাসায়। চাইনা আমি গোলাপ হয়ে কেউ সুবাসিত করুক আমার বিবর্ণ আঙ্গিনা। আমি মোটেও চাই না কফি শপ ,রেস্তোরাঁয় পাশাপাশি দুজন খোশ গল্পে মশগুল হয়ে         কল্পনার জগত সাজাতে। চাইনা আমি চেনা পথে হারাই আবার এক মুঠো রোদ্দুরের আড়ালে ছাঁয়া ঘেরা কোন সুখের উৎসুকে। চাইনা আমি শিশির জলে নিত্য কেউ আনমনে সাজাক আমার ভুবনটাকে। আর কখনো চাইনা বর্ণহীন সে এসে   মিথ্যে আশ্বাসে গোলকধাঁধায়ফেলে    নিয়ে যাক অন্য দুনিয়ায়।     চাই শুধু কেউ ভুলে যাক আমায় খুব যতন করে, খুব করে চাই কেউ ভুলে থাকুক অন্তহীন অনন্তকাল ধরে, তার বুকের জমিন জুড়ে.......... ভুলে থাকুক তার উদাসী আকাশ জুড়ে।

জাগো নারী

Image
@ফৌজিয়া সুবর্না@ জাগো নারী জাতি, এই জীবনে জামাই ছাড়াও বহুত কিছু দেখবার জানবার আছে ۔۔ খোলস থেকে বের হও ۔۔۔নিজের অস্তিত্ব খুঁজে নাও ۔۔۔জামাই জামাইর জায়গায় থাকবে ভালোবাসা ভালোবাসার জায়গায় ۔۔۔ নিজ্বস্যতায় কোন আপোষ হবে না ۔۔ শুধু একজনের জন্যে জীবন শেষ এই ধারণার জন্যে আয়ু কমে, আত্মহত্যা করে অথবা চরম মানসিক কষ্টে জীবন অতিবাহিত করে বেশিরভাগ নারীরা ۔۔এছাড়া একজন ডিভোর্সড সিঙ্গেল বা পারিবারিক নির্যাতিত মেয়েকে শুনতে হয় সে সংসার করার মন্ত্র বা কারিশমাই জানে না۔۔ পুরুষকে সন্তুষ্ট করার সব মন্ত্র মুখস্থ করার দায়িত্ব নারীর একার নয়! মাঝে মধ্যে পুরুষকেও নারীর মন জয় করার মন্ত্র শেখার পরিবেশ তৈরী করতে হবে! কোন পুরুষের বা হাসব্যান্ড এর দেয়া character certificate অর্জন এর বৃথা চেষ্টা করো না ۔۔কিছু না পেলে এরা মেয়েদের কোনঠাসা করতে ধর্মের দোহাই দেয় অথচ নিজেরাই ধর্ম মানে না ঠিকমতো۔۔ ۔۔ এদের মধ্যে অনেকেই আবার বেগানা বেপর্দা মেয়েদের fb তে frnd req পাঠায় আবার মাঝে মাঝে ইনবক্স এ তাদের নোংরা চরিত্রও বুঝায়۔۔ পাত্তা না দিলে নারীদের পোস্টের কমেন্টে আবার ধর্মীয় বেখ্যা দিয়ে বা আজে বাজে কথা বলে মনের জ্বালা মিটায় ! অন্যদি...