সবার উদ্দেশ্যে দুটি কথা কিছু মানুষ আছে যারা অন্যায় কারীর চেয়ে যারা বছরের পর বছর ধরে হয়ে আসা অন্যায় সইতে না পেরে মুখ খুলে তাদের উপর তেড়ে আসে এটা বুঝাতে যে মুল অপরাধী সে কেননা সে মুখ খুলেছে। (তেলের মাথায় ঢালো তেল রুক্ষ মাথায় ভাঙ্গো বেল) আর কেউ কেউ আসে ধিক্কার জানাতে ... ছিঃ ছিঃ ওরা অন্যকে বলেছে (তোষামোদে ) বিষয়টি অনেকটা এমন যে সহ্য সীমা পার হলে মরে যাওয়াও ঠিক আছে সেখানে প্রতিবাদ তো দুরের কথা মুখ খোলাও অন্যায় ( জোর যার মূল্লুক তার) কিছু আছে যারা অবিবেচক এর মতো যারা অর্ধেক কথা শুনে যাচাই না করেই তোলপাড় বাধায় (কান নিয়েছে চিলে) কেউ কেউ আবার না বলা কথাও কল্পনায় সাজিয়ে অন্যকে শাশায় ।( চোর এর মনে পুলিশ পুলিশ) যাকে নিয়ে এত গুজব সে হয়তো এসবের মাঝেই নেই (শীল পাটায় ঘষাঘষি করে মরিচের বারোটা বাজে) সম্পর্ক টিকিয়ে রাখা কোন একজনের দায়িত্ব নয়। বিবেক,শ্রদ্ধাবোধ, দায়িত্ব, আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস সকলের জন্যে প্রযোজ্য (যেমনি লেবু বেশী কচলালে তেতো হয়ে যায় তেমনি দড়ি বেশি টানলে ছিঁড়ে ও যায়)